সেমিকন্ডাক্টর ঃ
যে সমস্থ পদার্থের সর্বাপেক্ষা outer most orbit এ চারটি ইলেক্ট্রন থাকে তাদেরকে সেমিকন্ডাক্টর বলে ।0' তাপমাত্রায় ইহা Insulator এর ন্যায় কাজ করে কিন্তু তাপমাত্রা বাড়ালে ইহার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়।
সেমিকন্ডাক্টর এর রেজিস্টিভিটি কন্ডাক্টর ও ইন্সুলেটর এর মাঝামাঝি।
Valance Band ও Conduction Band এর মধ্যে সামান্য Energy Gap থাকে।
কম তাপমাত্রায় ইহার রেজিস্টিভিটি 10^4 থেকে 0.5 ওহম মিটার হইয়ে থাকে।
প্রকারভেদ ঃ
১। উপাদানের উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টর দুই প্রকার -i) Elementary/প্রাথমিক সেমিকন্ডাক্টর
যেমন- Si, Ge ইত্যাদি।
ii) Compound/যৌগিক সেমিকন্ডাক্টর
যেমন- SiC, SiGe,GaAs ইত্যাদি।
২। বিশুদ্দতার উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টর দুই প্রকার -
i) খাটি সেমিকন্ডাক্টর
ii) ভেজাল সেমিকন্ডাক্টর
আবার ভেজাল সেমিকন্ডাক্টর দুই প্রকার -
i)P-Type Semi-conductor -
খাটি সেমিকন্ডাক্টর এর সাথে ভেজাল হিসাবে ত্রিযোজী এটম মিশ্রিত করে যে পদের্থ বানানো হয় তাকে P-type Semi-conductor বলে।
ii)N-Type semi-conductor -
খাটি সেমিকন্ডাক্টর এর সাথে ভেজাল হিসাবে পঞ্চযোজী এটম মিশ্রিত করে যে পদার্থ বানানো হয় তাকে N-type Semi-conductor বলে।
0 Comments