লজিক গেইট, মৌলিক লজিক গেইট (AND, OR, NOT ) নিয়ে আলোচনা। Discussion on Logic Gate, Basic Logic Gate (AND, OR, NOT).

 লজিক গেইট, মৌলিক লজিক গেইট (AND, OR, NOT ) নিয়ে আলোচনা। 

 

লজিক গেইট এমন এক ধরনের ইলেকট্রনিক্স সার্কিট যা এক বা একাদিক ইনপুট গ্রহন করে এবং মাত্র একটি আউটপুট প্রদান করে।



এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

১। লজিক গেইট ব্যাখ্যা করতে পারবে।
২। লজিক গেইটের প্রকারভেদ বর্ণনা করতে পারবে।
৩। মৌলিক লজিক গেইটের বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে।

লজিক গেইট সম্বন্ধে ধারণা(About Logic Gates)


লজিক গেইট একটি ইংরেজি শব্দ। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি অর্থাৎ এটি যুক্তিসঙ্গত বিষয় নিয়ে কাজ করবে। আমরা জানি যে কম্পিউটার ০ এবং ১ দুটি সংখ্যা বুঝতে পারে। লজিক গেইট ও মূলত ০ এবং ১ দুটি সংখ্যা বুঝতে পারে। বুলিয়ান আলজেবরা, ডি-মরগানের সূত্র এইসকল বিষয় পরিপূর্ণভাবে তুলে ধরার জন্যে যেই জিনিস দরকার, সেটা হলো লজিক গেট। এই লজিক গেইট এর মাধ্যমে বুঝা যাবে ইনপুট এবং আউটপুটের রূপ।


লজিক গেইট(Logic Gate): লজিক গেইট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র  আউটপুট প্রদান করে। লজিক গেইট বুলিয়ান অ্যালজেবরায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় । IC এর মুলে রয়েছে লজিক গেইট এবং লজিক গেইট হচ্ছে বুলিয়ান অ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগ।



লজিক গেইটের প্রকারভেদ

Type of Logic Gate.

মৌলিক লজিক গেইট (Besic Logic Gate): যেসকল গেইট দ্বারা বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেইট বলা হয়। মৌলিক লজিক গেইটের সাহায্যে সকল যৌগিক গেইট ও যেকোন সার্কিট তৈরি করা যায়। 

ডিজিটাল ইলেক্ট্রনিক্সে মৌলিক লজিক গেইট তিনটি,


  1. AND Gate / এন্ড গেইট
  2. OR Gate / অর গেইট
  3. NOT Gate / নট গেইট

 

নিচে বিভিন্ন গেইটের চিত্র দেয়া আছে যেখানে Symbol এবং Truth Table আছে. গেইটের ইনপুট হলো A, B এবং আউটপুট Q. Truth Table এর দেয়ার ফলে ইনপুট এবং আউটপুটের অবস্থা লজিক্যালি হিসাব করা যাবে।

লজিক গেইট, মৌলিক লজিক গেইট (AND, OR, NOT ) নিয়ে আলোচনা। Discussion on Logic Gate, Basic Logic Gate (AND, OR, NOT).


AND Gate / এন্ড গেইট


AND গেইট হচ্ছে যৌক্তিক গুণের গেইট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে AND গেইট বলা হয়। AND গেইটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে।  যেহেতু AND গেইট যৌক্তিক গুণের গেইট তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে। অর্থাৎ এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ০ হলে আউটপুট ০ হয়, অন্যথায় ১ হয়।

ধরি, দুইটা ইনপুট A ও B . যদি ইনপুট 1 হয় তবে আউটপুট 1 হবে, তাহলে, A = 0, B = 1 অথবা A = 1 , B = 0 তাহলে এদের আউটপুট 0 হবে। কিন্তু A = 1, B = 1 হলে আউটপুট 1 হবে। কারণ এখানে সকল ইনপুট এর মান 1 . সত্যক সারণির মাধ্যমে চিত্রে দেখানো হয়েছে বাকিটা।


OR Gate / অর গেইট


OR গেইট হচ্ছে যৌক্তিক যোগের গেইট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে OR গেইট বলা হয়। OR গেইটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটিমাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু OR গেইট যৌক্তিক যোগের গেইট তাই এটি যৌক্তিক যোগের নিয়ম মেনে চলে। অর্থাৎ এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ১ হলে আউটপুট ১ হয়, অন্যথায় ০ হয়।


NOT Gate / নট গেইট


NOT গেইট হচ্ছে যৌক্তিক পূরকের গেইট। একে ইনভার্টার ও বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে NOT গেইট বলা হয়। এই গেইটে একটি মাত্র ইনপুট লাইন এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু NOT গেইট যৌক্তিক পূরকের গেইট তাই এটি যৌক্তিক পূরকের নিয়ম মেনে চলে। এই গেইটের ক্ষেত্রে আউটপুট হয় ইনপুটের বিপরীত। অর্থাৎ ইনপুট সংকেত ১ হলে আউটপুট সংকেত ০ হয় অথবা ইনপুট সংকেত ০ হলে আউটপুট সংকেত ১ হয়।

Post a Comment

0 Comments