যে পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে পরিবাহি/Conductor বলে ।
যেমন- সোনা , তামা, লোহা ইত্যাদি ।
Insulator/অপরিবাহি ঃ
যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারেনা তাকে অপরিবাহি/Insulator বলে ।
যেমন- কাঠ, প্লাস্টিক, কাপড়, কাগজ, ইত্যাদি।
Semi-conductor/অর্ধপরিবাহি ঃ
যে পদার্থ পরিবাহি এবং অপরিবাহি এর মাঝামাঝি অবস্থান করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে বিদ্যুৎ চলাচল করে তাকে অর্ধপরিবাহি/Semiconductor বলে ।
যেমন- সিলিকন, জার্মেনিয়াম, ইত্যাদি।
0 Comments